১১ জুন, ২০২০
অদ্য ১০.৬.২০২০ খ্রিঃ বুধবার সকাল ১১.০০ টায় আনজুমান ট্রাস্ট পরিচালিত মাদরাসা এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল’র একাডেমিক সভা মাদরাসা অফিসে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি ছাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরুত্ব বজায় রেখে সভা অনুষ্ঠিত হয়। সভায় গুরুত্বপূর্ণ বিষয় সমূহের অনলাইন ক্লাশ সংখ্যা বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীদের ডিজিটাল হাজিরা অদ্য ১০.৬.২০২০ খ্রিঃ হতে চালু করার সিদ্ধান্ত হয়।
আগামী ১৫-১৭ জুন’র মধ্যে সরকারী বৃত্তি সংশ্লিষ্ট শ্রেণিসমূহের শিক্ষার্থীদের বৃত্তির টাকা স্ব-স্ব-একাউন্ট নম্বর রূপালী ব্যাংক সল্টগোলা কর্পোরেট শাখায় জমা করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বৃত্তি বিভাগের পরিচালক ইংরেজি প্রভাষক জনাব আমির আলী (০১৭৭৭৩৯৪২৮৪) ও হিসাবরক্ষক জনাব মহিউদ্দিনকে(০১৯৭৫৬৩০৩৮৩) দায়িত্ব অর্পণ করা হয়।
সভায় যারা উপস্থিতি ছিলেনঃ
১. জনাব মুহাম্মদ বদিউল আলম রিজভি – অধ্যক্ষ।
২. জনাব মুহাম্মদ এ.এস.এম. জালাল উদ্দিন ফারূখী – সিঃ আরবি প্রভাষক।
৩. জনাব আবুল হাছানাত আলকাদেরী – আরবি প্রভাষক।
৪. জনাব আমির আলী – প্রভাষক ইংরেজি।
৫. জনাব ছগীর আহমদ আলকাদেরী – আরবি প্রভাষক।
৬. জনাব নুরুল ইসলাম – প্রভাষক আইসিটি।
৭. জনাব মুহাম্মদ ইউনুছ তৈয়্যবি – সহকারী মাওলানা।
৮. জনাব মুহাম্মদ আবদুল আউয়াল ফোরকানী – সহকারী মাওলানা।
৯. জনাব এনাম উদ্দিন – সহকারী মাওলানা।
১০. জনাব এরফানুর রহমান – এবতেদায়ী মাওলানা।
১১. জনাব ক্বারী মুহাম্মদ ফরিদুল ইসলাম – ইবতেদায়ী ক্বারী।
১২. জনাব মুহাম্মদ মহিউদ্দিন – হিসাবরক্ষক।
১৩. জনাব মুহাম্মদ আবু সৈয়্যদ গোফরান – আইটি অফিসার।
১৪. জনাব মুহাম্মদ সাইফুর রহমান – অফিস সহকারী।
চতুর্থ শ্রেণির কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
মুহাম্মদ বদিউল আলম রিজভি
অধ্যক্ষ-সচিব
মাদরাসা এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল।