মাদরাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় এই ফলাফলে মহান আল্লাহর শুকরিয়া ও আমাদের মাশায়েখ হযরাতের কৃপা দৃষ্টি কামনা,আনজুমান ট্রাস্টের সম্মানিত কর্মকর্তা মাদরাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও কর্মকর্তা বৃন্দ ও সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাবৃন্দ ও দেশে ও প্রবাসের সকল শুভাকাঙ্ক্ষীর কৃতজ্ঞতা প্রকাশ ও ভবিষ্যৎ এ আরো উন্নত ফলাফল অর্জনে সকলের দোআ ও সহযোগিতা কামনা করেছেজন।
মুহাম্মদ বদিউল আলম রিজভি
৩১/৫/২০২০
অধ্যক্ষ-সচিব
মাদরাসা এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল।বন্দর চট্টগ্রাম।