অধ্যক্ষ-সচিব মহোদয়ের বক্তব্য



শিক্ষাই জাতির মেরূদন্ড, শিক্ষার্থীরাই দেশ জাতির উজ্জ্বল ভবিষ্যৎ। তাদের সফলতা ব্যর্থতার উপর আগামী দিনের কল্যাণ অকল্যাণ নির্ভরশীল। শিক্ষক মানুষ গড়ার কারিগর, দক্ষ যোগ্য আদর্শবান শিক্ষকরাই শিক্ষার্থীর প্রতিভা বিকাশ, নৈতিক মানসম্পন্ন আদর্শবান মেধাবী ছাত্র সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম। লেখা পড়ায় মনোযোগী, নিষ্ঠাবান, পরিশ্রমী, অনুসন্ধিৎসু, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত কর্ণধার। অলস, উদাসীন, অধিক আরাম প্রিয়, উশৃঙ্খল চরিত্রহীন লোকেরা দেশ জাতির জন্য অভিশাপ। সৎ আদর্শ চরিত্রবান লোকের সংখ্যা যত বৃদ্ধি পাবে জাতীয় কল্যাণ অগ্রগতি ততই তরান্বিত হবে। শান্তি, উন্নতি প্রগতির ধারা সমুন্নত রাখার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দের সদিচ্ছা আন্তরিকতা অপরিহার্য। পারস্পরিক সহমর্মিতা, ঐকান্তিক প্রচেষ্টা অকৃত্রিম সহযোগিতা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য অগ্রগতির পূর্বশর্ত। বর্তমান পুজিবাদী নাস্তিক্যবাদী বিশ্ব সমাজ ব্যবস্থার যাঁতাকালে নিষ্পেষিত মানবতার পূর্ণরুদ্ধারে ইসলামী শিক্ষা আদর্শ চর্চার বিকল্প নেই, আধুনিক শিক্ষা ধর্মীয় শিখার এক অপূর্ব সমন্বয় মাদরাসা শিক্ষা ব্যবস্থা। জাগতিক আধ্যাত্মিক মুক্তি বিধানে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদরাসা শিক্ষার্থীরা একদিকে ধর্মীয় মুল্যেবোধের সুরক্ষায় সচেষ্ট। অপরদিকে শিক্ষা, উন্নয়ন, প্রশাসনসহ রাষ্ট্র সমাজের কল্যাণে বহুমুখী অবদান রেখে চলছে। ইসলামী আদর্শের প্রচার প্রসার, সুন্নীয়তের পয়গাম বিস্তারে এদের ভূমিকা জনগণের বিশ্বাস আস্থা অর্জনে সক্ষম হয়েছে। অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠার চল্লিশ বৎসর অতিক্রান্ত হয়েছে। প্রয়াসের সাফল্য রচনায় সম্মানিত আনজুমান কেবিনেট কর্মকর্তাবৃন্দ, পরিচালনা পরিষদ কর্মকরতাবৃন্দ, সমানিত শিক্ষকমন্ডলী, সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক-অভিভাবিকা শুভানুধ্যায়ী মহলের সম্মিলিত প্রচেষ্টা ঐকান্তিক সহযোগিতাকে কৃতজ্ঞাচিত্তে স্মরণ করছি। অধ্যায়ের ধারাবাহিকতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করি। আমীন।